ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২১, ১০:২৬ পিএম

ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ​নতুন তারিখ অনুসারে, পূর্বনির্ধারিত সময় আগামী ৩০ এপ্রিলের পরিবর্তে এই পরীক্ষা ১১ জুন অনুষ্ঠিত হবে।

রবিবার (২৫ এপ্রিল) রোববার) স্বাস্থ্য শিক্ষা ও অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে আগামী ৩০ এপ্রিলের পরিবর্তে আগামী ১১ জুন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিডিএস কোর্সের সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ/ ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৬ ফেব্রয়ারি আগামী ৩০ এপ্রিল ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার কথা জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

পরে সেলক্ষ্যে ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বিডিএস কোর্সের আবেদন শুরু হয় গত ২৭ মার্চ থেকে এবং আবেদনপত্র গ্রহণ করা হয় ১৫ এপ্রিল পর্যন্ত। ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিতরণ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে আগামী ৩০ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি পেছানো হয়েছে।

Link copied!