ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে ফোন হারিয়েছে শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২৩, ১২:৪৯ এএম

ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে ফোন হারিয়েছে শিক্ষার্থীরা

কুষ্টিয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা দিতে এসেছেন আদনান। পরীক্ষা ভালো হওয়ায় ধানমন্ডিতে আত্মীয়ের বাসার দিকে যাচ্ছিলেন তিনি। শাহবাগে যাওয়ার পথে রাস্তায় ভীড়ে কয়েকবার ধাক্কা খাওয়ার পর জাদুঘরে সামনে ব্যাগে হাত দিয়ে দেখলেন ফোন নেই। শুধু আদনান নয় এমন আরও বেশ কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ফোন হারিয়েছেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেকের ফোন হারিয়ে গেছে বা ছিনতাই হয়েছে’- এমন অভিযোগ শাহবাগ থানায় করতে দেখা গেছে।

নাদিয়া নামের এক শিক্ষার্থীর সাথেও ঘটে এমন কাহিনী। হল থেকে বের হয়ে ব্যাগ থেকে টাকা বের করে পানি কিনেছিলেন তিনি। কিন্তু সামনে এগুতে দেখে যে তাঁর ফোনটি আর নেই। অপেক্ষারত বাবার কাছে আসার পর তাঁর বাবা বললেন, ‘তোমাকে কল দিচ্ছি তোমার ফোন বন্ধ কেনো?’ তখন ব্যাগের সব জায়গা খুঁজেও ফোনটি পায়নি নাদিয়া।

আক্ষেপ প্রকাশ করে নাদিয়া দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘ফরিদপুর থেকে ভর্তি পরীক্ষা দিতে এসেছি বাবাকে নিয়ে। ফোনে আমার সকল একাডেমিক অনলাইন ডকুমেন্টস ছিল, ব্যক্তিগত ছবিও ছিল, তাই ঢাকা ছেড়ে যাওয়ার আগে শাহবাগ থানায় আসলাম জিডি করতে। এছাড়া আর কি করব?’ 

এ বিষয়ে শাহবাগ থানার ডিউটি অফিসার মেহেদি হাসান অপূর্ব বলেন, ‘আজ এগারোটায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয়েছে সাড়ে বারোটায়। দুপুর একটা থেকে এখন পর্যন্ত চার থেকে পাঁচটি ফোন হারিয়েছে। তারা সবাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে এসেছে।’ 

এত ফোন একদিনে একই এরিয়াতে চুরি এ বিষয়ে শাহবাগ থানার তদন্তবিষয়ক পুলিশ পরিদর্শকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষা দিয়েছে এক লাখ শিক্ষার্থী। চাইলেই কি জনপ্রতি শিক্ষার্থীর হেফাজতের জন্য একজন পুলিশ দেওয়া সম্ভব না। তাছাড়া ফোন নিয়ে তো আশা ঠিক না। অভিভাবক সাথে থাকে, ফোন তাদের কাছে দিয়া যাওয়া উচিত। এ বিষয়ে তাদের সর্তক থাকা উচিত। আর তারা জিডি যখন করেছে আমরা আমাদের কাজ করব। ফোন উদ্ধার হলে তাদের ফোন  ফিরিয়ে দেওয়া হবে।’

Link copied!