ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ, প্রতি আসনের বিপরীতে ৩৩ শিক্ষার্থী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩, ২০২২, ০৮:৪৬ এএম

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ, প্রতি আসনের বিপরীতে ৩৩ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তিযুদ্ধ আজ শুক্রবার শুরু হচ্ছে। আজ সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই কার্যক্রম। ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়েই শুরু হচ্ছে এবারের ভর্তিযুদ্ধ। এ বছর ইউনিটটিতে ৯৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৭০৪ জন ভর্তিচ্ছু৷ সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জন শিক্ষার্থী৷ গত বছর আসনপ্রতি গড়ে পরীক্ষার্থী ছিল ২১ জন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ১৭ জুন সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাবির চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে।

এবার ঢাবির ভর্তি পরীক্ষায় দুই লাখ ৯০ হাজার ৩৪৮ জন ভর্তীচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। মোট আসনসংখ্যা ছয় হাজার ৩৫টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে ভিড় এড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার্থী ছাড়া অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

Link copied!