তালা ভেঙে হলে ঢুকল ঢাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১, ২০২১, ১১:৪৫ পিএম

তালা ভেঙে হলে ঢুকল ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে হলে প্রবেশ করেছে শতাধিক শিক্ষার্থী। শুক্রবার (১ অক্টোবর) দুপুর ২টিার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের তালা ভেঙে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

চলতি মাসের ৫ তারিখ হল খোলার কথা থাকলেও চারদিন আগেই শিক্ষার্থীরা হলে প্রবেশ করলেন। দীর্ঘদিন হলের বাইরে থাকা এসব শিক্ষার্থী এতদিন মেস বা বাসা ভাড়া নিয়ে ক্যাম্পাসের আশপাশের এলাকায় থাকতেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৫ অক্টোবর থেকে হল খুলে দেয়ার কথা থাকলেও একমাসের অতিরিক্ত মেস ভাড়া বাঁচাতেই হলে উঠেছে শিক্ষার্থীরা।

এপ্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, সেপ্টেম্বর মাসে সবাই মেস ছেড়ে দিয়েছে। মাত্র ৫ দিনের জন্য অক্টোবরের পুরো মাসের ভাড়া দিতে হবে। তাই অনেকটা বাধ্য হয়েই হলে উঠেছেন তারা।  

উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই সাধারণ ছাত্র ও ছাত্রসংগঠনগুলো ১ অক্টোবরে হল খুলে দেয়ার দাবি জানিয়ে আসছিল। কিন্তু প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল ছিল।

Link copied!