নওগাঁ ও ঠাকুরগাঁও পাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২২, ০১:০১ এএম

নওগাঁ ও ঠাকুরগাঁও পাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়

দেশের উত্তরাঞ্চলীয় নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য খসড়া আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে  সভাপতিত্ব করেন।

আরও পড়তে পারেন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বাংলাদেশের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান,“বৈঠকে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়-নওগাঁ আইন, ২০২২’ এবং ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।”

সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “দেশের জনগণের কোনো ধরনের ক্ষতি না হয় সেজন্য রাষ্ট্রদূতদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। দেশের জনগণের কোন ধরনের ক্ষতি না হয় সেজন্য রাষ্ট্রদূতদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”

Link copied!