পরীক্ষার হলে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশের অপরাধে অষ্টম শ্রেণি পড়ূয়া এক ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা সদরের সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলমান রয়েছে। সকালে এ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্র দেশীয় ধারালো অস্ত্র পেন্টের পকেটে করে নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করে। এ সময় পরীক্ষার কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আলো রানী পোদ্দারের সন্দেহ হলে তিনি পকেট থেকে সেটি বের করেন। বিষয়টি প্রধান শিক্ষককে জানান। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে জানান।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতিকে জানানো হয়। এরপর তাদের নির্দেশনা মোতাবেক ওই ছাত্রের অভিভাবককে ডেকে আনা হয়। পরে ওই ছাত্রের বাবার অঙ্গীকারনামা রেখে তাকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়।’