ডিসেম্বর ২, ২০২১, ১০:৩১ এএম
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সরকারি সোহরাওয়ার্দী কলেজে আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।
প্রশ্নফাঁস রোধে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা যে পদ্ধতি অবলম্বন করছি তাতে প্রশ্নফাঁসের সুযোগ নেই। তারপরও কেউ প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।