ফলাফলে অনিয়মের দায়ে ঢাবির ২ অধ্যাপককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৩:১৮ এএম

ফলাফলে অনিয়মের দায়ে ঢাবির ২ অধ্যাপককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

বিভাগীয় পরীক্ষার ফলাফল তৈরিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২ শিক্ষককে ৩ বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তারা হলেন-অধ্যাপক ড. মো. আব্দুস সবুর খান ও অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন।

গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭ সালের ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার বিএ (সম্মান) পরীক্ষার ফলাফলে অসঙ্গতির অভিযোগ প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি শৃঙ্খলা পরিষদের সুপারিশ ও ২০২২ সালের ৩০ জানুয়ারি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই ২ শিক্ষককে ৩ বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম থেকে বিরত রাখা হলো।

২০১৭ সালের ওই পরীক্ষার ১ম ও ২য় বারের টেবুলেশন সংক্রান্ত সব বিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দিতে বলা হয় বিজ্ঞপ্তিতে।

সূত্র জানায়, ২০১৭ সালের ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টারের ফলাফল ২০১৮ সালের ১৫ মার্চ প্রকাশিত হয়। এর টেবুলেটর হিসেবে ছিলেন বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খান ও অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন।

প্রকাশিত ফলাফল আশানুরূপ না হওয়ায়, এ ২ অধ্যাপকের কাছে মৌখিক আবেদন জানান শিক্ষার্থীরা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে ফলাফলটি পুনরায় নিরীক্ষা করে ২৯ মার্চ সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।

কিন্তু কয়েকজন শিক্ষার্থী এতেও সন্তুষ্ট হতে না পেরে, ৩ মে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ফলাফল যাচাইয়ের আবেদন করে। বিষয়টি আমলে নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রাথমিকভাবে নিরীক্ষা করে অভিযোগের সত্যতা পায়।

পুনরায় নিরীক্ষা করা ফলাফলে ১১ জন শিক্ষার্থীর ৪টি কোর্সের প্রাপ্ত নম্বরে কমবেশি করার প্রমাণ মেলে।

Link copied!