বাংলা নববর্ষ উদযাপনে শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রাকে অন্তর্ভুক্ত করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১২, ২০২৩, ০৪:৩৮ এএম

বাংলা নববর্ষ উদযাপনে শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রাকে অন্তর্ভুক্ত করার নির্দেশ

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো কর্তৃক মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ Intangible Cultural Heritage-এর তালিকায় অন্তর্ভূক্ত করার বিষয়টিকে গুরুত্বসহকারে প্রচার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ বা নববর্ষ ১৪৩০ উদযাপন করার নির্দেশনা দিয়েছে সরকার।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের(মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে।

মাউশির সহকারি পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত ওই নির্দেশনায় আরও বলা হয়, ইউনেস্কো কর্তৃক মঙ্গল শোভাযাক্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ’ এর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি করতে হবে।

এতে আরও বলা হয়, সুবিধাজনক সময়ে নতুন কারিকুলামের সাথে সমন্বয় করে ৬ষ্ঠ-৭ম শ্রেণির শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকভিত্তিক ‘বৈচিত্র্যে ভরা বৈশাখ’ বিষয়ে সুনির্দিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং বিষয়ভিত্তিক শিক্ষকগণ এ কার্যক্রম মূল্যায়ন করবেন।

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর,কারিগরি শিক্ষা অধিদফতর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট অধিদফতরগুলো থেকে সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

Link copied!