বুয়েটে ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২২, ০২:৫৫ এএম

বুয়েটে ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন তৈরি করার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক (এনসিটিবি) ভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

তিনি বলেন, “বুয়েটের একাডেমিক কাউন্সিল এইচএসসি পরীক্ষার পরিমার্জিত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। বুয়েট প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা জানিয়েছে, বুয়েটের একাডেমিক কাউন্সিল সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

ডা. দীপু মনি আরও বলেন, “আমরা চাই এবার যে সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি-সমমান পরীক্ষা নেওয়া হয়েছে, তার ওপর ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরি হবে। সেজন্য আমরা সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছি।”

“এ সপ্তাহেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপস্থিতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। সেখানে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে”- যোগ করেন শিক্ষামন্ত্রী।

Link copied!