মার্চ ৬, ২০২২, ০৯:৪৪ পিএম
সারাদেশে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চার মাসের পরিবর্তে ছয় মাসের সেমিস্টার পদ্ধতি চালু করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
চলতি বছরের জুলাই থেকে নতুন পদ্ধতিতে সেমিস্টার চালু করতে বলা হয়েছে।
ইউজিসির মতে, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও পাঠক্রম বহির্ভূত কার্যক্রম বাড়াতে এ পরিবর্তন আনা হচ্ছে। নতুন পদ্ধতি বাস্তবায়নের বেসরকারি বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
ইউজিসি বলছে, এই নতুন সেমিস্টার পদ্ধতি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের স্নাতক পাঠ্যক্রমকে ফলাফলভিত্তিক শিক্ষার (ওবিই) অনুকূলে সংশোধন করতে সাহায্য করবে।
বিষয়বস্তুগুলোর ওপর পাঠ্যক্রম পুনর্গঠনের ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করতে পারবে।