মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়লো

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২১, ০৬:৩৬ পিএম

মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়লো

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তির আবেদনের সময় বাড়িয়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর- মাউশি।

নতুন সময় অনুযায়ী সরকারি স্কুলে ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এবং বেসরকারি স্কুলে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। বুধবার (৮ ডিসেম্বর) মাউশি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মাউশির বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তের অভিভাবকদের অনুরোধের প্রেক্ষিতে ভর্তির আবেদন সময় বাড়ানো হয়েছে। এবারও ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি স্কুলের লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর এবং নায়েম ভবনে বেসরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর।

মাউশির উপ-পরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন গণমাধ্যমে বলেন, “অনেক অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নিয়ে জটিলতা থাকায় তারা শিক্ষার্থী ভর্তির আবেদন করতে পারছেন না। এ কারণে জাতীয় পরিচয়পত্র সংশোধনসহ পাসপোর্ট ও মোবাইল নম্বর যুক্ত করে আবেদনের সুযোগ তৈরি করা হয়েছে।” অভিভাবকরা যে কোন একটি পদ্ধতি অবলম্বন করে শিক্ষার্থী ভর্তির আবেদন করতে পারবেন বলেও  তিনি জানান।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর থেকে সারাদেশের স্কুল ভর্তির আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। ৮ ডিসম্বর পর্যন্ত আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছিলো। সারাদেশে এখন পর্যন্ত সরকারি স্কুলে ১০ লাখ ৯ হাজার ১১৭টি পছন্দক্রম হিসেবে আবেদন জমা হয়েছে। বেসরকারিতে প্রায় ৫ লাখ শিক্ষার্থীর পছন্দক্রম হিসেবে আবেদন জমা হয়েছে বলে জানা গেছে।

এবারও লটারির মাধ্যমে স্কুলে ভর্তি হবে শিক্ষার্থীরা। সরকারি মাধ্যমিক স্কুলে ১৫ ডিসেম্বর এবং বেসরকারি মাধ্যমিক স্কুলে ১৯ ডিসেম্বর ডিজিটাল লটারি হবে।মাধ্যমিকের স্কুলগুলোর ভর্তির জন্য https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

টেলিটকের মাধ্যমে ১১০ টাকা আবেদন ফি দিয়ে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

Link copied!