রবিবারও চলছে শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৬, ২০২২, ০৮:১৫ পিএম

রবিবারও চলছে শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন

হল প্রাধ্যক্ষের পদত্যাগসহ তিনদফা দাবি আদায়ে চতুর্থ দিনের মতো আন্দোলন কর্মসূচী পালন করছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের শিক্ষার্থীরা।

রবিার সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর এলাকায় অবস্থান গ্রহণ করেন।এতে বিশ্ববিদ্যালয়গামী সব ধরণের পরিবহন প্রবেশে সমস্যা সৃষ্টি হয়।

এর আগে, শনিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের বিক্ষোভ কর্মসূচিতে হামলা হয়। ওইদিন সন্ধ্যা সাতটার দিকে হামলায় কয়েকজন আহত হন। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে ছাত্রলীগ নেতারা দাবি করেন, সেখানে কথা–কাটাকাটি হয়েছে, হামলা করা হয়নি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগের দাবিতে আন্দোলন করছেন ওই হলের ছাত্রীরা।

ওইদিন বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের ভেতরের প্রধান রাস্তা ‘কিলো সড়কে’ অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাতটার দিকে ছাত্রলীগ সেখানে হামলা চালায় বলে আন্দোলনরত ছাত্রীরা অভিযোগ করেন। ছাত্রীরা জানান, তাদের কর্মসূচি চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে তাদের সরে যেতে বলেন। এ সময় আন্দোলনকারী ছাত্রীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এরপর থেকে ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা কেন, প্রশাসন জবাব চাই’—স্লোগান দেয়  ছাত্রীরা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ছাত্রলীগ নেতা বলেন, ঘটনার সময় ছাত্রলীগের কেউ ছিল না। আমরা শুনেছি অ্যাম্বুলেন্স যেতে না দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে৷ চিৎকার চেঁচামেচি শুনে আমাদের নেতা-কর্মীরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এখন তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে বলেও ওই নেতা জানান।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার দুর্ব্যবহারে অতিষ্ঠ হওয়াসহ নানা অব্যবস্থাপনার কারণে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় আন্দোলনে নামেন হলের ছাত্রীরা। তারা হলের বাইরে অবস্থান নিয়ে হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবি জানান।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল কমিটির সদস্যেরা আন্দোলনকারী ছাত্রীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে রাত আড়াইটার দিকে আন্দোলন প্রত্যাহার করেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা। পরবর্তীতে ইতিবাচক সাড়া না পেয়ে ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তাদের এই বিক্ষোভ ও আন্দোলন আজও চলে।

Link copied!