রাত পোহালেই খুলছে স্কুল-কলেজ

ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর ১২, ২০২১, ০৪:৩১ এএম

রাত পোহালেই খুলছে স্কুল-কলেজ

আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (১২ সেপ্টেম্বর) সকালেই খুলছে সারাদেশের স্কুল-কলেজ। সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই কোভিড-১৯ এর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান।  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রথম দিকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা প্রতিদিন ক্লাস করতে পারবে। প্রথম-চতুর্থ শ্রেণী এবং ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে একদিনে ক্লাস করতে পারবে। পরে তারা প্রতিদিন ক্লাস করবে।

রাজধানীর মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের সিনিয়র শিক্ষক শেখ আমিনুর রহমান বলেন, ‘স্বাস্থ্যবিধি এবং সরকার নির্দেশিত অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করেই রবিবার থেকেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ। আমাদের প্রতিষ্ঠানে সবার জন্য আলাদা আলাদা প্রবেশপথ এবং নির্গমন পথের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা সকলের সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন’।

 

তিনি আরো বলেন, এর আগে বিভিন্ন সময়, প্রতিমাসেই আমাদের প্রতিষ্ঠানে সমন্বয় সভা হয়। কিন্তু কোভিড পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায়  আর একাডেমিক কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হয়নি।

Link copied!