জুলাই ১, ২০২২, ১০:০১ পিএম
শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আলোচিত হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজ পাঁচ দিন বন্ধ থাকার পর শনিবার খুলছে। আজ শুক্রবার (১ জুলাই) ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন সরদারের মতবিনিময় শেষে শিক্ষার্থীদের নিয়ে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষকেরা।
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, আজ বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানের উন্মুক্ত মঞ্চে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় পুলিশ সুপার সবার কাছে তাঁদের সমস্যাগুলো জানতে চান। পরে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় জানালে সেগুলোর সমাধান নিয়ে কথা বলেন তিনি। বিশেষ করে নিরাপত্তার বিষয়টিতে জোর দেওয়া হয়। অধ্যক্ষ বলেন, ‘মামলার প্রধান আসামি জিতুর রিমান্ড শেষ হওয়ার আগে তার সহযোগীদের চিহ্নিত করা যাচ্ছে না। তারাও তো ক্ষিপ্ত হতে পারে আমাদের ওপর। তা ছাড়া বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বখাটেদের আড্ডাসহ সামগ্রিক বিষয়গুলো এসপিকে জানানো হয়েছে। তাঁর আশ্বাসের পরিপ্রেক্ষিতে শনিবার থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।’
গত ২৫ জুন স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারকে মারাত্মকভাবে আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল আহসান জিতু। পরে আহত অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুন) ভোরে মৃত্যু হয় শিক্ষক উৎপল কুমারের।