সরকারবিরোধী অপশক্তি বইয়ের ওপর সওয়ার হয়েছে: শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০২:১৯ এএম

সরকারবিরোধী অপশক্তি বইয়ের ওপর সওয়ার হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থার শুধু রূপান্তর নয়, পরিবর্তন ঘটাতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে গিয়ে চলছে বাংলাদেশ। পেছনের দরজা দিয়ে এসে শেখ হাসিনা সরকারকে অপসারণ করতে না পেরে অপশক্তি আজ বইয়ের ওপর সওয়ার হয়েছে। বইয়ের ওপর সওয়ার হয়ে তারা আজ সরকারবিরোধী অপতৎপরতায় রয়েছে। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের এতিহ্যবাহী মাওনা পিয়ার আলী কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, বই নিয়ে মনগড়া অপপ্রচার চালানো হয়েছে। কেন হঠাৎ করে নতুন শিক্ষাক্রমের ওপর আপনাদের এই আগ্রাসন? নবম-দশ শ্রেণির বইয়ে একটা ভুল ছিল, সেটা সঙ্গে সঙ্গে সংশোধন করা হয়েছে। কোনো শ্রেণির বই লেখক, সম্পাদক ও শিক্ষক-শিক্ষার্থী ছাড়া কেউ পড়ে না। এবার সবাই পড়ছে। বই পড়ে খুঁজে খুঁজে ভুল বের করছে। যারা পড়ছেন তাদের অশেষ ধন্যবাদ। 

তিনি বলেন, নৌকার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে (কিছু লোক) সারাজীবনই ছিল। আওয়ামী লীগ জন্মলগ্নে বলেছিল- কোরআন ও সুন্নাহবিরোধী কোনো কিছু কখনোই করবে না। 

ডা. দীপু মনি বলেন, বইয়ের কোথাও বলা নেই- বানর থেকে মানুষ হয়েছে। বরং বলা আছে, বানর থেকে মানুষ হয়েছে- এটা সঠিক নয়। একবার নয়, এ কথা তিনবার বলা আছে। 

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ও কলেজের প্রিন্সিপাল একেএম আবুল খায়ের দুলাল। 

Link copied!