সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি আজ, জানা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১২, ২০২২, ০৫:২৬ পিএম

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি আজ, জানা যাবে যেভাবে

দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে আজ সোমবার ভর্তির লটারি হবে। দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হবে লটারি। আর বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি হবে আগামীকাল মঙ্গলবার ১৩ ডিসেম্বরে।

এসময় উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। লটারি শেষে স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে ফল।

এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ১০ ডিসেম্বরে হওয়ার কথঅ ছিল। সেই তারিখ পরিবর্তন করা হয়। তবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়নি। আগের নির্ধারিত তারিখেই এই লটারি অনুষ্ঠিত হবে।

যেভাবে ফল দেখা যাবে

প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে তাদের ইউজার আইডি দিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া টেলিটক থেকে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল।

Link copied!