এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা

সেরা শততে নেই বাংলাদেশের একটিও, ঢাবি ১৮৬তম

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৪, ২০২৩, ১২:২৫ এএম

সেরা শততে নেই বাংলাদেশের একটিও, ঢাবি ১৮৬তম

সংগৃহীত ছবি

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন। ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩’ নামে পরিচিত এই তালিকার সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নাম। 

বৃহস্পতিবার (২২ জুন) এই তালিকা প্রকাশিত হয়। 

বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ কয়েকটি বিষয় বিবেচনা করে এবারের তালিকা বানানো হয়েছে।

এশিয়ার সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে মাত্র দুটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়।১৮৬তম স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ১৯২তম স্থানে আছে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে আছে চীনের সিংহুয়া ও পিকিং বিশ্ববিদ্যালয়। এশিয়ার সেরা দশের মধ্যে চীনের চারটি, হংকংয়ের তিনটি, সিঙ্গাপুরের দুটি ও জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

এ বছর ১৩টি বিষয়কে পারফরম্যান্স ইন্ডিকেটর বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের এই তালিকা করা হয়েছে।

Link copied!