স্কুলে যেতে শিক্ষার্থীদের নিতে হবে অন্তত এক ডোজ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৬, ২০২২, ০৯:২৫ পিএম

স্কুলে যেতে শিক্ষার্থীদের নিতে হবে অন্তত এক ডোজ

করোনাভাইরাস প্রতিরোধী টিকার অন্তত এক ডোজ টিকা না নিয়ে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বাড়ির বাহিরে মাস্ক ছাড়া বের হওয়া যাবে না। সংক্রমণ বাড়লে গণপরিবহনের অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত হবে। তবে ভাড়া বাড়ানো যাবে না। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সীমিত জনসমাগম করতে হবে।”টিকার সার্টিফিকেট ছাড়া বাণিজ্য মেলা, বইমেলাতেও যাওয়া যাবে না বলেও তিনি জানান।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, “১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা নিয়েই স্কুলে যেতে হবে। টিকার সার্টিফিকেট ছাড়া যাওয়া যাবে না বাণিজ্য মেলা, বইমেলাতেও।

তিনি আরও বলেন, “একই সঙ্গে টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেল-রেস্টুরেন্টের মতো শপিংমলেও প্রবেশ করা যাবে না।” দুই একদিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে জানান মন্ত্রিপরিষদ সচিব।

Link copied!