হল খোলার দাবিতে আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২১, ০১:৫৪ এএম

হল খোলার দাবিতে আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

আবাসিক হল খুলে দেয়াসহ তিন দফা দাবিতে শনিবার সকাল থেকেই আন্দোলন করছেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এপর্যায়ের কয়েকটি হলের প্রধান ফটকের তালা ভেঙে ঢুকেও পড়েন শিক্ষার্থীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকলেও শিক্ষার্থীরা আশপাশের এলাকায় মেস ও বাসা ভাড়া নিয়ে থাকছেন। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো যেনো স্থায়ীভাবে খুলে দেয়া হয়।

এদিন বিকেলে আবাসিক হল খুলে দেয়ার একই দাবিতে আন্দোলনে নামেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিকেলে হল খুলে দেয়ার আল্টিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সেসময় ‘হল বন্ধ রেখে পরীক্ষা কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তে গত মাস থেকে বিভিন্ন বিভাগে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। আবাসিক হল বন্ধ থাকায় পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। এ অবস্থায় হল খোলার দাবিতে তারা আন্দোলনে নেমে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এদিকে আবাসিক হল খুলে দেয়ার দাবিতে চলতি সপ্তাহেই কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েকজন শিক্ষার্থী জানান, আগামী ২৩-২৪ ফেব্রুয়ারিতে হল খুলে দেয়ার দাবিতে উপাচার্য বরাবর তারা স্মরকলিপি জমা দিবেন। 

Link copied!