২০২২ সালের এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী যা বললেন

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২১, ১১:০৩ পিএম

২০২২ সালের এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী যা বললেন

আসছে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সম্ভব বলে সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যারা এবার এসএসসি পাস করেছে, তাদের এইচএসসিতে ভর্তিতে সমস্যা হবে না বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “ আগামী বছরের েএসএসসি ও সমমান পরীক্ষায় আমরা আশা করছি, সব বিষয়ের পরীক্ষা নিতে পারব। আর যদি একেবারেই সম্ভব না হয়, তাহলে নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে।”

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, “পহেলা ফেব্রুয়ারি এসএসসি এবং পহেলা এপ্রিল এইচএসসি পরীক্ষা নেওয়ার রেওয়াজ থাকলেও তা পিছিয়ে গেছে। পরীক্ষা স্বাভাবিক সময়ে নিয়ে আসার প্রচেষ্টা থাকবে। যদি খুব বেশি অসুবিধা না হয়, তাহলে আগামী বছরের পরীক্ষাটা জুন-জুলাইয়ের মধ্যে করে ফেলার চেষ্টা করবো। তাহলে অনেকখানি কাভার করে ফেলবো। তবে সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর।”

করোনাভাইরাস পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। গত ১৪ নভেম্বর এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ নভেম্বর। অন্য বছরের মতো এবার সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ের ওপর সময় ও নম্বর কমিয়ে এ পরীক্ষা হয়। আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে নম্বর দেওয়া হয়।”

এসময় করোনার নতুন ধরন ওমিক্রনের আশঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে আগামী মার্চ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানান শিক্ষামন্ত্রী।

Link copied!