টাঙ্গাইলে ৪.২ মাত্রার ভূমিকম্প; কেঁপে উঠলো ঢাকাও

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৭:৫৫ পিএম

টাঙ্গাইলে ৪.২ মাত্রার ভূমিকম্প; কেঁপে উঠলো ঢাকাও

ফাইল ছবি

রাজধানী ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইলে চার দশমিক দুই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী মো. রবিউল হক জানান, ‘রিখটার স্কেলে চার দশমিক দুই মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল টাঙ্গাইল শহর। দুপুর ১২টা ৪৯ মিনিট ৫৬ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

টাঙ্গাইল শহর ও আশে পাশের জেলার পাশাপাশি রাজধানী ঢাকাতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানান তিনি।

ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক সেন্টার জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

এছাড়া ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ময়মনসিংহ জেলা। ভূমিকম্পের উৎপত্তিস্থল মুক্তাগাছা।

এর আগে, গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

Link copied!