গতকাল সোমবারের তুলনায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সকালে এক আবহাওয়া বার্তায় বলা হয়েছে, রাজধানীতেও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে গতকালের তুলনায়। তবে দেশের ১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।
আগামী কয়েক দিন এভাবে তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর বৃষ্টি আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ৩ ফেব্রুয়ারির পর আবার নামতে পারে তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা হলো ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রাও একই।
তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ। সে অনুযায়ী, গতকাল পঞ্চগড় ও দিনাজপুরে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।