নভেম্বর ২৯, ২০২৩, ০২:৪৪ পিএম
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাব কাটতে না কাটতেই আসছে আরও একটি ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ইতোমধ্যে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের কাছে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি ক্রমেই শক্তিশালী হচ্ছে। শেষপর্যন্ত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মিগজ্যাউম’।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ৩ তারিখের মধ্যে গভীর নিম্নচাপে ও ডিসেম্বর মাসের ৩ থেকে ৫ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে (মিগজ্যাউম/মিচাহং) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের তাপমাত্রা বেড়ে ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর এখন চরম উত্তাল রয়েছে। লঘুচাপের প্রভাবে সারা দেশে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। আকাশে ঘন মেঘ থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।