বায়ুদূষণে আজ ১০৭ শহরের মধ্যে ঢাকা প্রথম

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৩, ০৩:৩৫ পিএম

বায়ুদূষণে আজ ১০৭ শহরের মধ্যে ঢাকা প্রথম

বায়ুদূষণের তালিকায় ১০৭টি শহরের মধ্যে ঢাকা প্রথম।

কয়েক দিন ধরেই ঢাকার বায়ুর মান খারাপ যাচ্ছে। এমনকি গত শুক্র ও শনিবার সরকারি সাপ্তাহিক ছুটির দুই দিনের সকালেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর ছিল। আজও ঢাকা বায়ুদূষণের শীর্ষে।

বায়ুদূষণের তালিকায় ১০৭টি শহরের মধ্যে ঢাকা প্রথম। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ২১ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং এই শহরের বায়ুর মানের স্কোর ১৭৮ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে চীনের সাংহাই। শহরটির স্কোর ১৭৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আইকিউএয়ারে দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় সাড়ে ১৯ গুণ বেশি।

আইকিউএয়ারের বায়ু নিয়ে তৈরি প্রতিবেদনে জনস্বাস্থ্য সুরক্ষার কিছু পরামর্শ দেওয়া হয়েছে। দূষণ থেকে রক্ষা পেতে আজ ঢাকাবাসীর জন্য পরামর্শ, বাইরে বের হলে মাস্ক পরে বের হবেন।

Link copied!