তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জনপদ দিনাজপুর। রবিবার সকালে দিনাজপুরের তাপমাত্রা নামে ৫.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা আজ সকালে সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৫.৭ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শীতের সঙ্গে রয়েছে হিমেল বাতাস, গতিবেগও বেশ। ফলে বিপর্যস্ত এই এলাকার মানুষ।
জেলায় সন্ধ্যার পর থেকেই বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সন্ধ্যার পরে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল আর গ্রামীণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আসাদুজ্জামান গণমাধ্যম কে জানিয়েছেন, জেলায় আগামী দুই এক দিনে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে।চতিনি বলেন, “সোমবার সকাল ৯টায় তাপমাত্রা ৫.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।”
উল্লেখ্য, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারী ও ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেটিকে তীব্রতর শৈত্যপ্রবাহ বলে। সেই হিসেবে বর্তমানে এই জেলায় দুই দিন ধরেই তীব্র শৈত্যপ্রবাহ চলছে।