চুয়াডাঙ্গায় অগ্রহায়ণের শেষেই শীত জেঁকে বসেছে। দ্রুত কমতে শুরু করেছে তাপমাত্রা। রবিবার ( ১০ ডিসেম্বর ) চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তর থেকে আসা বাতাস শীতের মাত্রা বাড়িয়ে দিচ্ছে।
সোমবার ( ১১ ডিসেম্বর ) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। এতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা। শীতে সময় মতো কাজে যেতে পারছেন না তাঁরা। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, সামনের দিনগুলোতে তাপমাত্রার পারদ আরও কমবে এবং এ মাসের শেষের দিকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।