ঢাকায় সকালে ৮৩ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বায়ু মানের উন্নতি

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩১, ২০২৪, ১০:২৮ এএম

ঢাকায় সকালে ৮৩ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বায়ু মানের উন্নতি

সংগৃহীত ছবি

রাজধানীতে সকাল সাড়ে ৬টার পর থেকে আকাশ মেঘলা ছিল। এরপর পৌনে সাতটার দিকে শুরু হয় প্রবল বৃষ্টি আর বাতাস। আবহাওয়া অফিস বলছে, আজ ঢাকায় ৮৩ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে।  বৃষ্টির কারণে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মানের উন্নতি হয়েছে। রবিবার (৩১ মার্চ) সকাল ৯টা ৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ঢাকায় সকাল পৌনে সাতটার দিকেকে বৃষ্টি ও ঝড়ো হওয়া শুরু হয়। ঢাকায় ৮৩ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। রাজধানী ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কিছু অংশে আজ বৃষ্টি হয়েছে। তবে আজ দিনের পরের অংশে বৃষ্টি আর খুব বেশি হবে না।

মার্চ মাসে দেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫২ দশমিক ৪ মিলিমিটার। চার দিন আগে পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, দেশের গড় বৃষ্টির চেয়ে ১৫ শতাংশ বৃষ্টি বেশি হয়েছিল। আর ঢাকায় এ মাসে গড় বৃষ্টির পরিমাণ ৬৫ দশমিক ৮ শতাংশ।

Link copied!