সুন্দরবনে মিললো বাঘের মরদেহ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৪:১৭ পিএম

সুন্দরবনে মিললো বাঘের মরদেহ

বাঘটির গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সংগৃহীত ছবি

সুন্দরবনের ভেতর থেকে একটি পুরুষ বাঘের মরদেহ উদ্ধার করেছে বনরক্ষীরা। এর দৈর্ঘ্য ৯ ফুট, ওজন ২৫৫ কেজি এবং বয়স আনুমানিক ১৫ বছর। বাঘটির গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

বাগেরহাটে সুন্দরবন–পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালীর টাইগার পয়েন্ট এলাকার অদূরে বনের ভেতর থেকে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়। 

সোমবার সকালে বাঘের মরদেহটি উদ্ধার করে বন বিভাগের কচিখালী স্টেশন কার্যালয়ে নেওয়া হয়। মৃত্যুর কারণ জানতে মঙ্গলবার বাঘটির ময়নাতদন্ত হয়।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান গণমাধ্যমকে জানান, কচিখালী অভয়ারণ্যের বনরক্ষীদের একটি টহল দল গত সোমবার সকালে বাঘটির মৃতদেহ দেখতে পায়। 

প্রাণিসম্পদ বিভাগের একটি দল সুন্দরবনে পৌঁছে বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করেছে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় বন সংরক্ষক মিহির কুমার। 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বার্ধক্যের কারণে বাঘটি মারা গেছে। বাঘটির মৃতদেহ সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজলের ইন্টারপ্রিটেশন ও ইনফরমেশন সেন্টারে রাখা হয়েছে। সেখানে এটি স্টাফিং করে রাখা হবে।

Link copied!