ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৬, ২০২৩, ০৫:০৬ পিএম

ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ

ফাইল ছবি

ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান। সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে শিলচরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।

ভূমিকম্পের কথা নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণাগার ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস জানান, বেলা ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশে ও এর আশপাশের অঞ্চলে গত পাঁচ বছরে ৫৪-৫৫টি ছোট ও মাঝারি ধরনের ভূমিকম্পের রেকর্ড রয়েছে৷ সর্বশেষ গত ৫ মে ভোরে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে৷ 

Link copied!