যে দ্বীপ শুধু মেয়েদের!

হাসনাত আসিফ কুশল

এপ্রিল ২৯, ২০২৪, ০৩:৩৮ এএম

যে দ্বীপ শুধু মেয়েদের!

বিশ্বের এমনও কিছু জায়গা আছে, যেখানে ছেলেদের যাওয়া নিষিদ্ধ। এমনই একটি দ্বীপের নাম ফিনল্যান্ড। সেখানে রাজত্ব শুধু মেয়েদের। কোনো ছেলে সেখানে যেতে পারেন না।

দ্বীপটির মালিক ক্রিস্টিনা রথ নামে একজন মেয়ে।

মেয়েদের অবকাশযাপনের জন্যই দ্বীপটি সাজিয়ে তুলেছেন তিনি। ক্রিস্টিনা মাত্র ৩ বছর আগে ৮ দশমিক ৪৭ একর দ্বীপটি কিনেছিলেন।

ক্রিস্টিনা জানান, পেশায় তিনি বিজনেস কনসাল্ট্যান্ট। ফোর্বসের দ্রুত উন্নতি করা নারীচালিত সংস্থাগুলোর তালিকায় তার কোম্পানির নামও আছে।

মেয়েরা যাতে নিজের মতো সময় কাটাতে পারে, সেই মানসেই দ্বীপটি গড়ে তোলেন ক্রিস্টিনা রথ। এই দ্বীপে মেয়েদের নিরাপত্তাসহ সব সুবিধাই রেখেছেন তিনি।

মেয়েদের জন্য এখানে ফিটনেস ও নিউট্রিশনের সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

দ্বীপটি কেনার পর ক্রিস্টিনা সেখানে একটি রিসোর্ট গড়ে তোলেন। যেখানে আছে চারটি বড় বড় কেবিন।

প্রতি কেবিনে ১০ জন করে নারী থাকতে পারেন। আরও আছে স্পাসহ সানবাথের ব্যবস্থা। এই দ্বীপে সময় কাটাতে চাইলে জনপ্রতি পাঁচদিনের জন্য খরচ পড়ে ২-৪ লাখ টাকা পর্যন্ত।

তবে শুধু টাকা দিলেই কিন্তু সুপার সি আইল্যান্ডে যাওয়ার অনুমতি পাওয়া যাবে না। এজন্য অনেক দিন আগেই বুকিং ও ইন্টারভিউ দিতে হয়।

ইন্টারভিউয়ে উত্তীর্ণ হলে তবেই যেতে পারবেন মেয়েদের জন্য সংরক্ষিত এই দ্বীপে।

কেন হঠাৎ এমন একটা পরিকল্পনা?
মেয়েদের জন্য আলাদা দ্বীপ গড়ে তোলার পরিকল্পনার বিষয়ে ক্রিস্টিনা রথ বলেন, ‘ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে ছুটি কাটাতে গিয়ে আমি বিষয়টা খেয়াল করি। আমি দেখেছি, সুদর্শন ছেলেদের উপস্থিতিতে মেয়েরা নিজেদের নিয়ে একটু বেশিই সতর্ক হয়ে উঠছিলেন। সারাক্ষণ শুধু নিজেদের সাজগোজের দিকেই নজর ছিল তাদের।’

ঠিক এমনই চিন্তা থেকেই ক্রিস্টিনা এই দ্বীপ গড়ে তোলেন। ছেলেদের কারণে যাতে মেয়েরা নিজেদের নিয়ে অতিরিক্ত মনোযোগী না হয় এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগে বিঘ্ন না ঘটে, সেজন্যই এই দ্বীপ গড়ে তুলেছেন ক্রিস্টিনা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Link copied!