সব সম্পদ বেচে বিশ্বভ্রমণে

সম্পা আক্তার

জানুয়ারি ২৭, ২০২৪, ০৭:৪৮ পিএম

সব সম্পদ বেচে বিশ্বভ্রমণে

সংগৃহীত ছবি

ভ্রমণপিপাসু মানুষ ঘুরে বেড়াতে কত কিছুই না করেন! তবে মার্কিন এক দম্পতি এ ক্ষেত্রে যা করেছেন, তাকে বিচিত্রই বলতে হবে।

স্বপ্ন দেখতেন, একসঙ্গে বিশ্বভ্রমণ করবেন। স্বপ্নপূরণের লক্ষ্যে তিন বছর আগে বাড়িসহ প্রায় সব সম্পদ বিক্রি করে দেন তারা। এরপর সব ছেড়ে বেরিয়ে পড়েন বিশ্বভ্রমণে।

সম্পদ বিক্রির অর্থ দিয়ে সবার আগে একটি মোটরহোম কেনেন জন ও মেলোডি। মোটরহোমে করে তাঁরা গোটা যুক্তরাষ্ট্র ঘুরে বেড়ান। এরপর যান প্রতিবেশী দেশগুলোতে।

তবে একপর্যায়ে গিয়ে এভাবে ভ্রমণ করার বিষয়টি একঘেয়েমি মনে হয় তাঁদের, হঠাৎ একদিন ফেসবুকে একটি বিজ্ঞাপনে চোখ আটকে যায় এই দম্পতির। বিজ্ঞাপনটি ছিল টানা ২৭৪ দিন জাহাজ ভ্রমণের।

সেই থেকে সমুদ্রে স্থায়ী হওয়ার চিন্তাও তাদের মাথায় আসে।  এরপর বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছেন এই তারা। এখন একটি জাহাজে ডমিনিকান রিপাবলিকে আছেন।

তাদের মতে, এই নতুন জীবন অনেক বেশি এক্সাইটিং এবং খরচও কম।

কারণ, এখন তাদের আর গৃহস্থালি খরচ বা ঋণ পরিশোধ করতে হয় না। দিতে হয় না গ্যাস, পানি ও বিদ্যুৎ– ইন্টারনেটের মতো বিভিন্ন পরিষেবার বিল।

ঘুরে বেড়ানোই এখন তাদের জীবন।  যখন এক জাহাজে তাদের থাকার সময় শেষ হয়ে যায়, তখন আরেকটি জাহাজ বুক করেন এই দম্পতি।

তবে, শীঘ্রই তারা ভিলা ভিয়ের আবাসিক ক্রুজ জাহাজে স্থায়ী বাসস্থান গ্রহণ করবে বলে জানান। যেখানে ৩০% মানুষই স্থায়ী বাসিন্দা হওয়ার চিন্তা করছেন।

জাহাজটি প্রতি তিন বছরে একবার বিশ্ব প্রদক্ষিণ করবে, তবে উষ্ণ আবহাওয়া অনুসরণ করায় ভিলা ভিয়ে জীবনযাত্রার মান সহজ হবে না বলে মনে করছেন জন ও মেলোডি।

তবে, সমুদ্রযাত্রার প্রকৃতি ও সময় বিবেচনায় রেখে এতে থাকবে বড় লিভিং রুম, সুইমিং পুল, ক্যাফে, কনফারেন্স সরঞ্জামস ও স্ক্রিনসহ দূরবর্তী কাজের সুবিধা। যাতে ডিজিটাল নোম্যাড হিসাবে তারা কাজ করতে পারবেন জাহাজে বসেই।

Link copied!