ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৯

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৩, ০৭:২২ পিএম

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৩৯ জন মারা গেছেন।

এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৬৯ জন রোগী। এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ৫৭ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১২৪ জন। এছাড়া ঢাকার বাইরের ৫৪৫ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ জন ও ঢাকার বাইরে ৩ জনের মৃত্যু হয়েছে।

Link copied!