মাসে কোটি লোককে করোনা টিকা দেওয়ার পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২১, ০৪:০৬ পিএম

মাসে কোটি লোককে করোনা টিকা দেওয়ার পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে প্রতি মাসে এক কোটি টিকা দেওয়ার পরিকল্পনা আছে সরকারের এবং সেই অনুযায়ী কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (২৫ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)  আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে  তিনি এ তথ্য জানান।

রাজধানীর বিভিন্ন হাসপাতালে  চিকিৎসাধীন করোনা রোগীর ৭৫ ভাগ গ্রাম থেকে এসেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঈদে গ্রামে যাওয়া আসার কারণে করোনা সংক্রমণ ৫ থেকে ৬ গুণ বেড়েছে।’

ডেঙ্গু রোগীদের জন্য সরকার সুনির্দিষ্ট হাসপাতালের ব্যবস্থা করছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘করোনা এমন অবস্থায় নতুন সংকট তৈরি করেছে ডেঙ্গু। হাসপাতালের বারান্দায় প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তাদের অনেকেই হাসপাতালে এসে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন। এই নাজুক পরিস্থিতি বিবেচনায় সরকার ডেঙ্গু রোগীদের জন্য সুনির্দিষ্ট হাসপাতালের ব্যবস্থা করার পরিকল্পনা নিচ্ছে।

উল্লেখ‌্য, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার (২৪ জুলাই) পর্যন্ত ১৯ হাজার ৪৬ জন মারা গেছেন। এই সময় পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। আর করোনা থেকে  সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন।

Link copied!