হাইতির স্বাধীনতা দিবসের বর্ষপূর্তিকে সামনে রেখে শনিবার আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বন্দুকধারীরা। মঙ্গলবার খবরটি প্রকাশ হওয়ার পর ভাইরাল হয়। দেশটিতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
দেশটির স্বাধীনতা দিবসে গোনাইভস শহরের একটি গির্জায় আয়োজিত ছিলেন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। সেখানেই তাকে হত্যার চেষ্টা চালায় বন্দুকধারীরা।
হাইতির প্রধানমন্ত্রীর ওপর বন্দুক হামলার একটি ভিডিও অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে প্রকাশ পেয়েছে। সেখানে তীব্র গোলাগুলির মধ্যে প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ও তার সঙ্গে থাকা দলকে চিৎকার করতে করতে গাড়ির দিকে এগিয়ে যেতে দেখা যায়।