মে ২১, ২০২২, ১২:১২ পিএম
দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে ভোট দিচ্ছেন অস্ট্রেলিয়ার জনগণ। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে স্থানীয় সময় শনিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর আগে ২০১৯ সালে দেশটিতে নির্বাচন হয়েছিলো।
এবারের নির্বাচনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়া-এলপিএ এর প্রধান বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনের বিপরীতে লড়ছেন অস্ট্রেলিয়ান লেবার পার্টি-এএলপি’র নেতা অ্যান্থনি আলবানিজ। জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়া এবং জলবায়ু পরিবর্তন—এ দুটি ইস্যুকে এবার ভোটাররা প্রাধান্য দেবেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, এবার সামান্য ব্যবধানে জয় পেতে পারে লেবাররা। যদিও গতবারের নির্বাচনে জনমত জরিপগুলো ভুল প্রমাণিত হয়েছিল।
লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের নেতা স্কট মরিসন হলেন জন হাওয়ার্ডের পর প্রথম নেতা, যিনি পূর্ণমেয়াদে দায়িত্ব পালন করেছেন। জন হাওয়ার্ড চারবার নির্বাচনে জয় লাভ করেছিলেন। এরপর ২০০৭ সালে কেভিন রাডের কাছে পরাজিত হন তিনি। প্রাকৃতিক দুর্যোগে নাকাল অস্ট্রেলিয়ার নেতৃত্বের হাল ধরেছিলেন মরিসন। প্রথমে নিজের সাফল্যের জন্য প্রশংসা পেলেও পরবর্তী সময়ে পরিকল্পনায় ঘাটতি থাকা নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।