আক্রান্ত ইমরান খান: প্রতিবাদে উত্তাল পাকিস্তান, হামলার নিন্দায় বিশ্বনেতারা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৪, ২০২২, ০২:০৮ এএম

আক্রান্ত ইমরান খান: প্রতিবাদে উত্তাল পাকিস্তান, হামলার নিন্দায় বিশ্বনেতারা

প্রতিবাদে উত্তাল এখন গোটা পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে দেশজুড়ে পিটিআই কর্মীরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করছেন। নতুন করে নির্বাচনের দাবিতে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) বিক্ষোভযাত্রার সময় ওই নেতার ওপর গুলি চালানো হয়। এতে অল্পের জন্য তিনি বেঁচে যান। এরপরই এর প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে পায়ে গুলিবিদ্ধ হন ইমরান। তাঁর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। তাঁকে লাহোরের শওকত খানম হাসপাতালে ভর্তি করা হয়।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর ওপর এই হামলার নিন্দা জানিয়েছেন দেশে-বিদেশের অনেকেই। খোদ পাকিস্তানের ইমরানবিরোধী শিবিরের নেতারাও ওই হামলার নিন্দা জানিয়েছেন। তবে ভারত এখনো সরাসরি কিছু বলেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, তাঁরা এই ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

ইমরান খানের এক সময়ের স্বাস্থ্য সহকারী ডা. ফয়সাল সুলতান হাসপাতালের বাইরে সংবাদকর্মীদের বলেন, ‘‘পিটিআই চেয়ারম্যান ইমরান খানের অবস্থা স্থিতিশীল। তার পায়ের এক্স-রে ও স্ক্যান করে দেখা গেছে, ভেতরে গুলির শার্পনেল রয়েছে।”

গত শুক্রবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভযাত্রা শুরু করে পিটিআই। যার নেতৃত্ব দিচ্ছেন ইমরান খান।

তাঁকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে পাকিস্তান জুড়ে পিটিআই কর্মীরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। পিটিআই থেকে টুইট করে বিভিন্ন নগরীতে তাদের কর্মী-সমর্থকদের বিক্ষোভের খবর জানানো হয়েছে। ফয়সালাবাদে পিটিআই নেতা ফারুখ হাবিবের নেতৃত্বে বিক্ষোভ চলছে।

রাওয়ালপিন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বাসভবনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পিটিআই কর্মীরা। তাঁরা বর্তমান সরকারের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছে বলে জানায় পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডন।

করাচিতে পিটিআই সমর্থকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে পুরো নগরজুড়ে ভয়ঙ্কর যানজট তৈরি হয়। করাচির শারে ফয়সাল, নর্থ নাজিমাবাদ, লন্ধি, কাউইদাবাদ, নর্থ করাচি, হাব রিভার রোড ও মাউরিপুরে বিক্ষোভ হচ্ছে।

বেলুচিস্তানের কোয়েটা শহরেও ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। সেখানকার বিমানবন্দর সড়ক বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা। পেশাওয়ারে সেনা কমান্ডারের বাড়ির বাইরেও বিক্ষোভ হচ্ছে। খাইবার পাখতুনখাওয়াতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

Malala---Justin-Trudeau-and-Zac-Goldsmith

নিন্দা

হামলার খবর শোনার পর দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাঁর সংবাদ সম্মেলন স্থগিত করেন। এ ছাড়া তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। ঘটনার তদন্তে পাঞ্জাব সরকারকে সব ধরনের সাহায্য করার ঘোষণা দিয়েছেন তিনি।

ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। দ্রুত এই ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগের নেতা নওয়াজ শরিফও।

হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীও। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতি দিয়ে ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করেছে। হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের ক্যাপটেন বাবর আজম ও সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।

ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও সরাসরি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, গণতান্ত্রিক রাজনীতিতে এ ধরনের ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। ইমরান ও পিটিআইয়ের আহত কর্মীদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন তিনি।

সৌদি আরবও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। ব্রিটেনের স্টেট মিনিস্টার জ্যাক গোল্ডস্মিথ ওই হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ইমরান খান খুবই শক্তিমান একজন মানুষ। তিনি শিগগিরই নিজের পায়েই ঘুরে দাঁড়াবেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেবারলিও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

পাকিস্তানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলফ্রেড গ্রানাস, নোবেলজয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই পৃথক বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানিয়েছেন।

অনেকে মনে করছেন এ হামলা পাকিস্তানের বর্তমান বিস্ফোরন্মূখ পরিস্থিতিকে এক বিপজ্জ্বনক পর্যায়ে নিয়ে যাবে। হামলার প্রতিবাদে দেশজুড়ে তাৎক্ষণিকভাবে শুরু হয়েছে বিক্ষোভ। দলীয় প্রধানের ওপর ‘কাপুরুষোচিত হামলার’ প্রতিবাদে লাহোরে পিটিআইয়ের নেতা শেখ ইমতিয়াজ মেহমুদ নেতা–কর্মী ও সাধারণ জনগণকে অবিলম্বে লিবার্টি চকে (লাহোরে) আসার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ট্রাকে করে পাঞ্জাব প্রদেশে একটি লংমার্চে নেতৃত্ব দিচ্ছিলেন পিটিআই নেতা ইমরান খান। এ সময় ভিড়ের মধ্যে এক হামলাকারী তাঁকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় তাঁর ডান পায়ে গুলি লাগে। আহত হন আরও ছয়জন। একজন নিহতও হন।

সূত্র: বিবিসি, আল জাজিরা

Link copied!