আফগানিস্তানে ক্ষমতা থেকে তালেবানকে হঠাতে মার্কিন সাহায্য চাইলেন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) নেতা এবং তালেবান বিরোধী জোট নর্দার্ন অ্যালায়েন্সের অন্যতম অংশীদার আহমেদ মাসুদ। বুধবার (১৫ আগস্ট) ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে মাসুদ এই মার্কিন সহায়তা কামনা করেন।
তালেবানবিরোধী জোটে ওয়াশিংটনকে পাশে টানতে রবার্ট স্ট্রিক নামে এক লবিস্টের সঙ্গে চুক্তি করেছেন মাসুদ, এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ‘নিউইয়র্ক টাইমসে’র। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ওই লবিস্টের কাজ হবে নর্দার্ন অ্যালায়েন্সের হাতে অত্যাধুনিক মার্কিন অস্ত্র তুলে দিতে বাইডেন প্রশাসনকে ‘প্রভাবিত’ করা।
নিউইয়র্ক টাইমস আরো জানাচ্ছে, রবার্ট স্ট্রিকে সাথে মাসুদের চুক্তির কথা স্বীকার করেছেন পাঞ্জশিরের মুখপাত্র আলি নাজারি। তিনি জানিয়েছেন, কেবল অস্ত্র সাহায্য নিয়েই নয় তালেবান সরকারকে যেন বাইডেন প্রশাসন স্বীকৃতি না দেয়, তা নিয়েও ওয়াশিংটনের সাথে দর কষাকষি করবেন স্ট্রিক।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, পাঞ্জশির উপত্যকার বড় অংশ তালেবানের দখলে চলে এসেছে। তবে নর্দার্ন অ্যালায়েন্স ওই দাবি খারিজ করে ট জানিয়েছে, কোনোভাবেই তারা আত্মসমর্পণ করবে না।
এমন পরিস্থিতিতে নির্বাসিত আফগান সরকার গঠনের বিষয়েও ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে ওয়াশিংটনস্থ ‘আফগানিস্তান-আমেরিকান গণতান্ত্রিক শান্তি ও সমৃদ্ধি পর্ষদ’।
উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতেই তালেবান শাসনাধীন আফগানিস্তানের পতন হয়। এর ২০ বছর পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ত্যাগ করলে গত ১৫ আগস্ট তালেবান কর্তৃক কাবুল দখলের মধ্য দিয়ে পুনরায় তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসীন হয়।