আগস্ট ৩০, ২০২১, ০৭:৪৭ পিএম
আফগানিস্তানে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশ। সোমবার (৩০ আগসট) জরুরি বৈঠকে বসবে। মার্কিন ও তার মিত্রদেশগুলো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং পুরো দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, এই বৈঠকে ফ্রান্স ও ব্রিটেন কাবুলে একটি নিরাপদ জোন প্রতিষ্ঠার ব্যাপারে প্রস্তাব উত্থাপন করতে পারে। আফগানিস্তান ত্যাগে ইচ্ছুকদের কাবুল বিমানবন্দরে নিরাপত্তা দেওয়া ও দেশটিতে মানবিক ত্রাণ সহায়তা অব্যাহত রাখার লক্ষ্যে ফ্রান্স ও ব্রিটেন এই প্রস্তাব উত্থাপন করবে।
এদিকে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আফগানিস্তানে তাদরে ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণের লক্ষ্যে একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করতে যাচ্ছে। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন, তুরস্ক, কাতার, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দেশগুলো এই বৈঠকে যোগ দেবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।