সেপ্টেম্বর ১৭, ২০২১, ০১:৫১ পিএম
আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়ের ভবনে নারী কর্মীদের ঢুকতে দিচ্ছে না তালেবান। ভবনটিতে শুধু পুরুষদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক কর্মীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
রুশ ভিত্তিক স্পুটনিক নিউজের বরাতে এএনআই জানিয়েছে, রোজকার রুটিন অনুযায়ী প্রস্তুত হয়ে বৃহস্পতিবার সকালে কাবুলের নারীবিষয়ক মন্ত্রণালয়ে গিয়েছিলেন এর নারী কর্মীরা। কিন্তু সেখানে পৌঁছে এদিন বাধার মুখে পড়তে হয় তাদের। এক আফগান কর্মীর বরাতে জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের নারীবিষয়ক মন্ত্রণালয়ের চার নারী কর্মীকে ভেতরে যেতে বাধা দেন এক তালেবান যোদ্ধা। তবে পুরুষ কর্মীদের ঠিকই ঢুকতে দেওয়া হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয়ের কাছে বিক্ষোভ করতে চান ওই নারীরা।
পশ্চিমা বাহিনী প্রত্যাহার প্রক্রিয়া চলার মধ্যেই ২০ বছর পর গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। নিয়ন্ত্রণ নেওয়ার পর নারীদের বিষয়ে একের পর এক বিতর্কিত বিধি-নিষেধ আরোপ করছে তাদের নবগঠিত সরকার।
তবে তালেবান প্রতিশ্রুতি দিয়েছে, তারা শরিয়া আইনের মধ্যে নারীদের প্রাপ্য সম্মান ও সুবিধা নিশ্চিত করবে। এছাড়া পর্দা মেনে নারীরা কাজেও যোগ দিতে পারবে। তবে তাতে আশ্বস্ত হতে পারছে না বিভিন্ন মহল।