আলোচিত মারিউপোলে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২২, ০২:৩৯ পিএম

আলোচিত মারিউপোলে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণ

দেশের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর মারিউপোলের নিয়ন্ত্রণ রুশ বাহিনীর হাতে ছেড়ে দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

সোমবার শহরটির ইস্পাত কারখানা আজভস্তাল প্ল্যান্টে অবস্থান নেওয়া ইউক্রেনীয় সেনাসদস্যদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনীর কমান্ডার।

রাশিয়া জানিয়েছে,  অস্ত্র পরিত্যাগ করে ইউক্রেনের ২৫৬ জন সেনা আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে ৫১ জন গুরুতর আহত ছিলেন।

ইউক্রেন জানিয়েছে, ৫৩ জন আহত সেনাসহ ২৬৪ সেনা আজভস্তাল ছেড়েছেন। তাদের সরিয়ে আনার চেষ্টা চলছে।

সোমবার সন্ধ্যায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের দপ্তর থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘মারিউপোলের আজভস্তাল এলাকায় অবস্থান নেওয়া বেসামরিক লোকদের নিরপত্তা নিশ্চিত করতে মারিউপোল ইউনিটের সেনাসদস্যদের দায়িত্ব দিয়েছিল কেন্দ্রীয় সেনা কমান্ড।’

মারিউপোল ইউনিটের সেনাসদস্যদের অভিনন্দন জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘আজভস্তালের সেনা সদস্যরা সেই মিশন সম্পূর্ণ করেছে। সাধারণ জনগণকে রক্ষাকারী এসব সেনারা আমাদের জাতীয় বীর।’

Link copied!