ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সরে গেল রুশ সেনারা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১০, ২০২২, ০৩:২৩ এএম

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সরে গেল রুশ সেনারা

পূর্বাঞ্চলীয় ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিলো রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু রাশিয়ার দখলে থাকা খেরসন শহর থেকে রুশ সেনাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর যে চারটি প্রধান শহর নিয়ন্ত্রণে নিয়েছিলো, খেরসন সেগুলোর মধ্যে অন্যতম একটি শহর।

রাশিয়া ইউক্রেনের হামলাকে অভিযান হিসেবে আখ্যা দিয়ে আসছে। সেই অভিযানের প্রথম দিকেই পূর্বাঞ্চলের ওই চারটি ইউক্রেনীয় শহর দখলে নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে গণভোট আয়োজন করেন। এখন সেই শহরগুলোর মধ্যে খেরসন ছেড়ে দিতে হল রাশিয়াকে। খেরসন শহরের অবস্থান নিপরো নদীর পশ্চিম পারে। এখন রুশ সেনারা খেরসন শহর থেকে সরে নিপরো নদীর পূর্ব তীরে অবস্থান নিয়েছে।

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্বে আছেন জেনারেল সের্গেই সুরোভিকিন। টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে সুরোভিকিন বলেছেন, খেরসনে রুশ সেনাদের রসদ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জেনারেল সুরোভিকিন এমন কথা জানানোর পর প্রতিরক্ষামন্ত্রী সোইগু রুশ সেনাদের ওই শহর ত্যাগের নির্দেশ দেন।

সেই টিভি অনুষ্ঠানে ছিলেন সের্গেই সুরোভিকিন ও সের্গেই সোইগু। যুদ্ধ পরিস্থিতি বর্ণনা করে সুরোভিকিন বলেন, ‘বর্তমান পরিস্থিতির সব দিক মূল্যায়ন করে খেরসন শহর ছেড়ে নিপরো নদীর পূর্ব তীরে অবস্থান নেওয়ার প্রস্তাব দিচ্ছি। আমি জানি এটা একটা কঠিন সিদ্ধান্ত। কিন্তু একই সঙ্গে এর মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাসদস্যদের প্রাণ বাঁচাতে পারব।’ সুরোভিকিনের এ কথার পরপরই প্রতিরক্ষামন্ত্রী সোইগু বলেন, ‘সেনাদের সরানো শুরু করুন।’

ইউক্রেনে রাশিয়ার সেনা কমান্ডার সের্গেই সুরোভিকিনকে প্রতিরক্ষামন্ত্রী সোইগু আরও বলেন, ‘আমি আপনার মূল্যায়ন ও প্রস্তাবের সঙ্গে একমত। আমাদের জন্য রাশিয়ার সেনাসদস্যদের জীবন ও স্বাস্থ্য সর্বদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ছাড়া সাধারণ মানুষের ঝুঁকির বিষয়টি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। খেরসন থেকে নিপরো নদীর অন্য পারে সেনা ও অস্ত্র সরঞ্জাম সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিন। এসব করার জন্য জন্য প্রয়োজনীয় যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তা নিশ্চিত করুন।’

বুধবার খেরসনের রুশপন্থী উপনেতা কিরিল স্ট্রেমৌসভ এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। কিরিল স্ট্রেমৌসভের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই দানিপ্রোর পশ্চিম তীর থেকে সেনাদের সরিয়ে নিল রুশ কমান্ড।

সূত্র: বিবিসি ও রয়টার্স

Link copied!