ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৬:১৩ পিএম
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের মধ্যেই গোপনে কিয়েভ সফর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন পোল্যান্ড সীমান্ত থেকে ট্রেনে করে কিয়েভ পৌঁছান।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকীর তিনদিন আগেই এই প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন সফর করলেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বাইডেনের সঙ্গে কুশল বিনিময়ের একটি ছবি পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ওই পোস্টে জেলেনস্কি লিখেন, জোসেফ বাইডেন, কিয়েভে স্বাগতম। আপনার সফরটি ইউক্রেনীয় নাগরিকের জন্য সহায়তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন।”
মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, প্রথমেই সেইন্ট মিশেল ক্যাথাড্রেলে যান দুই নেতা। কিছুক্ষণ পর সেখান থেকে একসঙ্গে বের হন জেলেনস্কি ও জো বাইডেন। ঠিক তখনই রাজধানীজুড়ে সাইরেন বেজে ওঠে। তবে বাইডেন কিয়েভ সফরে যাওয়ার পর কোনো রুশ হামলার খবর এখনো পাওয়া যায়নি।
কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনের জনগণের প্রশংসা করেছেন জো বাইডেন। তিনি বলেছেন, সামরিক অভিজ্ঞতা না থাকার পরও এ দেশের মানুষ যুদ্ধে নেমেছেন। এ সময় তাদের ‘দেশপ্রেমিক ’আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট।
ইতোমধ্যে ইউক্রেনের ফার্স্ট লেডির সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাইডেন। তিন দিনের সফরে পোল্যান্ড যাওয়ার কথা ছিল বাইডেনের। তবে হঠাৎ গোপনে কিয়েভে চলে এসেছেন তিনি। তার এ সফরকে সুদৃষ্টিতে দেখছে জার্মানি। তবে রাশিয়ার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
কেন গোপন রাখা হয় কিয়েভ সফর
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের কথা গোপন রাখা হয়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জো বাইডেন গোপনে ওয়াশিংটন ছাড়েন। সর্বশেষ শনিবার রাতে তিনি ও তার স্ত্রী এক বিরল নৈশভোজে অংশ নিয়েছিলেন।
হোয়াইট হাউজ ঘোষণা দিয়েছিল, ইউক্রেনে রুশ হামলার বর্ষপূর্তির আগে বাইডেন পোল্যান্ড সফর করবেন। তবে বাইডেনের কিয়েভ সফরের কথা মার্কিন কর্মকর্তারা অস্বীকার করে আসছিলেন।