ইউক্রেনে রাশিয়া পরাজিত হলে পরমাণু যুদ্ধ শুরু হবে: মেদভেদেভ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৩, ১১:২৯ পিএম

ইউক্রেনে রাশিয়া পরাজিত হলে পরমাণু যুদ্ধ শুরু হবে: মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট, ক্রেমলিনপ্রধান ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোকে হুঁশিয়ার করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হার পারমাণবিক যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে।

বৃহস্পতিবার টেলিগ্রাম পোস্টের মাধ্যমে তিনি এ কথা বলেন ।

মেদভেদেভ বলেন, ‘পরমাণু শক্তিগুলি কখনই বড় কোনো দ্বন্দ্বে হারে নি,কারণ এর উপর তাদের ভাগ্য নির্ভর করে।’

মেদভেদেভ আরও বলেন, ‘ন্যাটো এবং পশ্চিমের অন্যান্য প্রতিরক্ষা নেতারা শুক্রবার জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে বৈঠকে মিলিত হয়ে যুদ্ধের কৌশল ও ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করার পশ্চিমের প্রচেষ্টার সমর্থনের ব্যাপারে কথা বলবেন। তবে তাদের নীতির ঝুঁকির বিষয়েও চিন্তা করা উচিত।’

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ সেনা ইউক্রেইনে প্রবেশ করার পর ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাতের সূচনা হয়; ১৯৬২ সালের ‘কিউবান মিসাইল ক্রাইসিসের’ পর মস্কো ও পশ্চিমা দেশগুলো আর কখনোই এত বৃহৎ পরিসরে একে অপরের বিরুদ্ধে যুদ্ধংদেহী অবস্থানও নেয়নি।

যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ইউক্রেইনে রাশিয়ার অভিযানকে সাম্রাজ্যবাদী কায়দায় জমি দখল হিসেবে দেখছে। কিইভ বলছে, শেষ রুশ সেনা ইউক্রেইন ছাড়ার আগ পর্যন্ত তারা লড়বে।

Link copied!