অক্টোবর ৩১, ২০২২, ১২:৫০ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী ট্রাকের ধাক্কায় এক নারী সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। নিহত সংবাদকর্মীর নাম সাদাফ নাঈম। তিনি চ্যানেল ফাইভে কাজ করতেন।
এ ঘটনার পর লং মার্চ স্থগিতের ঘোষণা করেছেন ইমরান খান। এর আগে আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ।
রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক টুইটে ইমরান খান বলেন, “আজ আমাদের মিছিল চলাকালে ভয়ানক এক দুর্ঘটনায় চ্যানেল ফাইভের সাংবাদিক সাদাফ নায়ীমের মৃত্যুর ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত।”
কয়েক দিন আগে আগাম নির্বাচনের দাবিতে আবারও লং মার্চের ডাক দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত তার সমর্থকদের নিয়ে মিছিল বের করার ঘোষণা দিয়েছিলেন তিনি।