ইমরান খানের লং মার্চ ঠেকালো সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৫, ২০২২, ১১:২৩ এএম

ইমরান খানের লং মার্চ ঠেকালো সরকার

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ২৫ মে বুধবার ইসলামাবাদে লং মার্চের ডাক দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। লং মার্চ নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান চালানোর সময় গুলিতে পুলিশের এক সদস্য নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

তিনি বলেন, সরকার পিটিআইকে লং মার্চের আড়ালে ‘আতঙ্ক এবং বিশৃঙ্খলা’ ছড়াতে দেবে না। তাদের আটকানো হবে যেন তারা বিভ্রান্তিকর এজেন্ডা প্রচার না করতে পারে।

তিনি আরও বলেন, তারা মানুষকে হেনস্তা করা থেকে এখন বুলেটে গেছে। লাহোরে একজন পুলিশ কনস্টেবলকে হত্যা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ বলেছেন, কাউকে রাজধানী অবরোধ করতে দেওয়া হবে না। একই সঙ্গে তাদের দাবি-দাওয়াও মেনে নেওয়া হবে না। পিটিআইয়ের লং মার্চে বিরুদ্ধে নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Link copied!