ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৮২

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২১, ০৬:৫০ পিএম

ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে  নিহত বেড়ে ৮২

ইরাকের রাজধানী বাগদাদে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮২ জন করোনা রোগী নিহত ও কমপক্ষে ১১০ জন গুরুতর আহত  হয়েছেন।

শনিবার (২৪ এপ্রিল) রাতে আগুন লাগে ইবন আল-খাতিব হাসপাতালে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে  এই দূর্ঘটনা ঘটে। খুব দ্রুত আগুন সারা হাসপাতালে ছড়িয়ে পরে। নিহতদের মধ্যে ২৮ জন করোনা রোগী ভেন্টিলেশনে ছিলেন।

এই ঘটনার জেরে হাসপাতালের এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধিমি আল-রুস্তাফা ।

ইরাকের মানবাধিকার কমিশনের মুখপাত্র আলি আল-বায়াতি  এক টুইটে জানান, শুধুমাত্র  হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির এত জন রোগীর প্রাণ গেল। ফায়ার সাভিস কর্মীরা আগুন আয়ত্তে আনতে আনতে রবিবার সকাল হয়ে যায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতাল থেকে অন্তত ২০০ জন রোগীকে উদ্ধার করে অন্যত্র ভর্তি করা হয়। বেশ কিছু রোগীর দেহ পুড়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডে।

ইরাকে করোন সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। দৈনিক ৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। গত বছরের রেকর্ড ভেঙে গিয়েছে এই দেশে। অন্তত ১৫ হাজারের বেশি মানুষ করোনায় মারা গিয়েছেন। এই মুহূর্তে দেশে এক লক্ষের মতো সক্রিয় করোনা রোগী রয়েছেন। তার মধ্যে এই বিপর্যয়ে শোকে মুহ্যমান গোটা দেশ।

প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধিমি আল-রুস্তাফা কর্তব্যে অবহেলার অভিযোগে দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে  বরখাস্ত করেছেন। এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 সূত্র: রয়টার্স। 

Link copied!