ইসলামী প্রজাতন্ত্র ইরানে শুরু হয়েছে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার (২৪ আগস্ট) ইরানের ইস্পাহানে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম দিনে কামান বিভাগে প্রথম স্থান অধিকার করেছ ইরান সেনাবাহিনীর স্থল ইউনিট।
এই সামরিক ক্রীড়া প্রতিযোগিতার কামান বিভাগে দ্বিতীয় হয়েছে উজবেকিস্তান, রাশিয়া তৃতীয় ও ভিয়েতনাম চতুর্থ হয়েছে।
ইরানের সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন আযার বলেছেন, ইরানের প্রতিযোগিরা শক্তিশালী প্রতিপক্ষকে পরাস্ত করেই প্রথম হয়েছে। প্রতিযোগিতায় অংশ গ্রহণের আগে ইরান প্রয়োজনীয় অনুশীলন সম্পন্ন করেই মাঠে নেমেছে বলে মোহসেন।
এসময় মোহসেন উজবেকিস্তান, রাশিয়া এবং ভিয়েতনামের প্রতিযোগিদের প্রশংসা করে বলেন, তারাও অত্যন্ত ভালো করেছে।
সূত্র: পার্স টুডে