ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে দখলকৃত পশ্চিম তীরের জেনিনে এক বয়োজ্যেষ্ঠ নারীসহ ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিনের পরিস্থিতি ‘গুরুতর’, অনেকেই সেখানে মারাত্মকভাবে আহত হয়েছেন। ইসরায়েলি সৈন্যরা তাদের পর্যন্ত অ্যাম্বুলেন্স পৌঁছাতে দিচ্ছে না। স্থানীয় একটি হাসপাতালের শিশু ওয়ার্ডেও কাঁদানে গ্যাস ছুড়েছেন ইসরায়েলি বাহিনীর সদস্যেরা।
আহত ১৬ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাছাড়া নিহতদের মধ্যে এখন পর্যন্ত একজনকে চিহ্নিত করা গেছে।
এদিকে, জেনিন শহরে অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী। এর বেশি কিছু জানায়নি তারা।
সম্প্রতি পশ্চিমতীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান বেড়েছে। সন্ত্রাসবাদবিরোধী অভিযানের কথা বলে প্রায়ই ফিলিস্তিনিদের হত্যা করছে তারা। পশ্চিমতীরে এই জানুয়ারিতে ইসরায়েলিদের হাতে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ জনে; যার মধ্যে শিশু আছে ৫ জন। আর গত বছর ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।
সূত্র: বিবিসি