অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ ডিসেম্বর) পশ্চিম তীরের বেইতা গ্রামে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এএফপি জানায়, অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ কার্যক্রমের বিরুদ্ধে পশ্চিম তীরের বেইতায় নিয়মিতভাবে বিক্ষোভ করে আসছেন ফিলিস্তিনিরা।
এরই ধারাবাহিকতায় শুক্রবার শতশত ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের দিকে জ্বলন্ত টায়ার ও পাথর ছুড়তে থাকে। তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে গুলি ছোড়েন সেনারা। এতে জামিল আবু সালিহ নামের ওই ব্যক্তির মাথায় গুলি লাগে। পরে নাবলুস শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।